সরকারি সনদপত্র গ্রহণ পূর্বক রেজিস্ট্রি অফিসে জনগনের পক্ষে যারা দলিল মুসাবিদা করেন অথবা লিখিয়ে দেন, তারাই দলিল লেখক। দলিল লেখক কোন সরকারি চাকরি নয় কিংবা দলিল লেখকগণ সরকারি চাকুরীজীবি নন। দলিল লেখার সাধারণ নিয়ম কানুন জানার পর সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার কর্তৃক সনদপত্র গ্রহন করে জনগনের প্রয়োজনে এবং তাদের নিকট থেকে গৃহীত পারিশ্রমিকের বিনিময়ে দলিল লেখকগণ দলিল লেখাসহ বিভিন্ন কাজ করে থাকেন।