Logo

অনলাইনে জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি

অনলাইনে জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি

আর,এস, খতিয়ানঃ-  বর্তমানে প্রায় সব ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে জরিপ বিভাগের মাধ্যমে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান হচ্ছে আর,এস, খতিয়ান যা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বি,এস, খতিয়ান; বি,আর,এস, খতিয়ান; সিটি জরিপ, মহানগর জরিপ ইত্যাদি। নিচের লিংকে ক্লিক করে এবং প্রয়োজনীয় অপশন গুলো পূরণ ও সার্চ করে আপনার আর,এস, খতিয়ান যাচাই করুন। সার্চ করার পূর্বে নিচে লিখিত সার্চ করার পদ্ধতি পড়ুন।


এখানে ক্লিক করে আর,এস খতিয়ান যাচাই করুন।


 

যাচাই পদ্ধতিঃ

১। প্রথমে বিভাগ ঘর থেকে আপনার বিভাগ বাছাই করুন।

২। এরপর জেলা ঘরে ক্লিক করলে আপনার বিভাগের অধীন সকল জেলা দেখতে পাবেন, আপনার জেলায় ক্লিক করুন।

৩। উপজেলার ঘরে ক্লিক করলে আপনার জেলার সকল উপজেলার নাম দেখতে পাবেন, আপনার উপজেলার নামে ক্লিক করুন।

৪। এরপর মৌজা ঘরে ক্লিক করলে আপনার উপজেলার যে সকল মৌজার খতিয়ান চুড়ান্ত হয়েছে, সে সকল মৌজার নাম দেখতে পাবেন। আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামে ক্লিক করুন।


 

মোট চার ভাবে সার্চ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেনঃ

১। খতিয়ান নম্বর জানা থাকলে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে,

২। দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়ে সার্চ করে,

৩। জমির মালিকের নাম জানা থাকলে জমির মালিকের নাম দিয়ে সার্চ করে এবং

৪। জমি মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে জমি মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে সার্চ করে।

এই চার মাধ্যমের প্রত্যেকটির বাম পার্শ্বে একটি ছোট গোল ঘর বা বৃত্ত রয়েছে। উপরের চার পদ্ধতির যে পদ্ধতিতে আপনি সার্চ করতে চান, তা বাম পার্শ্বের গোল ঘরে মাউস দিয়ে ক্লিক করুন। এরপর উপরের চার পদ্ধতির মধ্যে আপনি যে পদ্ধতিতে ক্লিক করেছেন তার ঠিক নিচে একটি ছোট বক্সটি আসবে, বক্সটি পূরণ করুন। অর্থাৎ খতিয়ান নম্বর সিলেক্ট করে থাকলে খতিয়ান নম্বরটি বক্সে লিখুন, দাগ নম্বর সিলেক্ট করে থাকলে দাগ নম্বরটি বক্সে লিখুন, মালিকের নাম সিলেক্ট করে থাকলে মালিকের নাম বক্সে লিখুন, মালিকের পিতা/স্বামীর নাম সিলেক্ট করে থাকলে পিতা/স্বামীর নাম বক্সে লিখুন।

এরপর নিচে দুটি সংখ্যা যোগ করতে বলা হবে। সংখ্যা দুটি যোগ করে যোগফল নিচের বক্সে লিখুন। সর্বশেষ ‘খুজুন’ অপশনে ক্লিক করুন।

এভাবে আপনি আপনার পছন্দের খতিয়ান দেখতে বা যাচাই করতে পারবেন।


 

এস,এ খতিয়ান ও সি,এস খতিয়ানঃ

 

এখানে ক্লিক করে সি,এস, এবং এস,এ, খতিয়ান যাচাই করুন।

 

এস,এ খতিয়ান ও সি,এস খতিয়ান যাচাই পদ্ধতিঃ– উপরের লিংকে ক্লিক করলে বাংলাদেশের ম্যাপ পাবেন।

১। যে জেলার খতিয়ান যাচাই করতে চান, ম্যাপে সেই জেলায় টাচ করুন।

২। খতিয়ান টাইপ থেকে যে প্রকারের খতিয়ান যাচাই করতে চান, সেখানে টাচ করুন।

৩। এরপর উপজেলা এবং মৌজা সিলেক্ট করুন।

অথবা মোবাইল দিয়ে সার্চ করলে ম্যাপের নিচে এবং কম্পিউটার দিয়ে সার্চ করলে ম্যাপের ডানে “খতিয়ান” লেখায় ক্লিক করে বিভাগ, জেলা, খতিয়ান টাইপ, উপজেলা এবং মৌজা সিলেক্ট করুন।


 

মোট চার ভাবে সার্চ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেনঃ

১। খতিয়ান নম্বর জানা থাকলে, খতিয়ান নাম্বার সিলেক্ট করে বক্সে খতিয়ান নম্বর লিখুন।

২। দাগ নম্বর জানা থাকল, দাগ নম্বর সিলেক্ট করে বক্সে দাগ নম্বর লিখুন।

৩। জমির মালিকের নাম জানা থাকলে, জমির মালিকের নাম সিলেক্ট করে বক্সে মালিকের নাম লিখুন।

৪। জমি মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে, জমি মালিকের পিতা/স্বামীর নাম সিলেক্ট করে বক্সে পিতা বা স্বামীর নাম লিখুন।

এরপর চার অংকের ক্যাপচা কোড ডানের বক্সে লিখুন এবং সর্বশেষ “অনুসন্ধান করুন” লেখায় ক্লিক করুন। এভাবে আপনি খতিয়ান নম্বর ও মালিকের নাম দেখতে পাবেন।

খতিয়ানের কপির জন্য আবেদন পদ্ধতিঃ

উপরিউক্ত পদ্ধতিতে আপনার খতিয়ান সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর আপনি “আবেদন করুন” লেখায় ক্লিক করুন। আপনি দুই ধরনের কপি সংগ্রহ করতে পারবেনঃ ১। অনলাইন কপি ২। সার্টিফাইড কপি। আপনি যে ধরনের কপি চান, সেখানে ক্লিক করুন। এরপর পৃথক বক্সে আপনার নাম, ই-মেইল (না থাকলেও সমস্যা নেই), ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নং, মোবাইল নম্বর লিখুন। এরপর দুইটি সংখ্যা যোগ করতে বলা হবে, আপনি যোগ করে যোগফল বক্সে লিখুন। এরপর টাকা পরিশোধের বিবরণ দেখতে পাবেন। অনলাইন কপি তাৎক্ষনিক পাওয়া যায় কিন্তু সার্টিফাইড কপির জন্য দশ দিন সময় দেয়া থাকে। এরপর পেমেন্ট টাইপ এ “একপে (Ekpay)” এবং “পরবর্তী ধাপ” লেখায় ক্লিক করুন। এখানে টাকা পরিশোধের জন্য কার্ড, বোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেটস এর যে কোন একটি সিলেক্ট করে টাকা পরিশোধ প্রক্রিয়া শেষ করুন।

জমি-জমা সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ “মাটির পাঠশালা-School of Land” এ যুক্ত হোন, যুক্ত হতে মাটির পাঠশালায় ক্লিক করুন।

coments